হোম > রাজনীতি

ইসিতে চিঠি পাঠিয়েছেন ‘অতি উৎসাহীরা’, জানেন না রওশন এরশাদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ স্বাক্ষরিত একটি চিঠি শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো হয়েছে। তবে এই চিঠির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন রওশন এরশাদ। 

রওশন এরশাদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি হবে শুধু নির্বাচনী জোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।’ 

রওশনপন্থী একাধিক নেতা এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে রওশন এরশাদ স্বাক্ষর করেছেন, এটা ঠিক। কিন্তু তাঁর কাছে চিঠির পুরো বিষয়বস্তু তুলে ধরা হয়নি। অতি উৎসাহী লোকজন তাঁকে ভুলভাল বুঝিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। পরে তিনি বিষয়টি জানতে পেরেছেন।’ 

কমিশনে চিঠি পাঠানোর বিষয়ে আগে কোনো আলোচনা হযনি বলেও জানান একাধিক নেতা। রওশনপন্থী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ বিষয়ে আমরা অনেকেই জানতাম না। আমাদের সঙ্গে কথা না বলেই কাজী মামুন চিঠি নিয়ে ইসিতে গেছেন।’ 

এই নেতা আরও বলেন, ‘রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। তিনি এখন অনেক কিছুই মনে রাখতে পারেন না। তাঁর এই অসুস্থতার সুযোগ কাজে লাগানো হয়েছে।’ 

এ বিষয়ে রওশন এরশাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে এরই মধ্যে একটি গণমাধ্যমে চিঠির বিষয়ে কথা বলেছেন। তিনি ইসিতে কোনো চিঠি পাঠাননি বলে জানিয়েছেন। 

একটি গণমাধ্যমে রওশন এরশাদ বলেছেন, ‘আমি কোনো চিঠি পাঠাইনি। আমি চিঠির বিষয়ে কিছু জানি না।’ জাতীয় পার্টি থেকে আপনার অনুসারী ও জি এম কাদেরের অনুসারীরা আলাদা নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নে রওশন বলেন, ‘আলাদা অংশ নেব কেন? ওরা নির্বাচনে অংশ নেবে না বলছে?’ 

আপনি নির্বাচনে জি এম কাদেরের সাথে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘জি এম কাদেরের সাথেই তো আছি।’

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ