নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলের নেতা-কর্মীদের হত্যা, হামলা-মামলা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশের বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৮ অক্টোবর চট্টগ্রামে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।
আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।