হোম > রাজনীতি

আওয়ামী লীগ ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ লুটেরা ব্যবসায়ীদের ক্লাবে এবং আওয়ামী লীগ ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও, দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা কর—শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ৭ তারিখে যে ডামি নির্বাচন হয়েছে তাতে দু’শর ওপরে চিহ্নিত ব্যবসায়ীকে এমপি ঘোষণা করা হয়েছে। আর এর প্রকৃত হিসাব হবে আড়াই শর ওপরে। এর মানে হচ্ছে এই পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে। সেই কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে।

সাইফুল হক আরও বলেন, আজকে বাজারের যে পরিস্থিতি, মানুষ বাজারে বলে যে মনে হয় না দেশে কোনো সরকার আছে। বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করে নাই। তারা আজকে পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। তারা মনে করছে সরকারি দলের কিছু করার নাই তাদের বিরুদ্ধে। 

আওয়ামী লীগ জনগণের দল নয় উল্লেখ করে সাইফুল হক বলেন, সারা দেশের সন্ত্রাসী, মাফিয়া, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মুনাফাখোররা আজকে তাদের ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। সেজন্যই আজকে বাজার নিয়ন্ত্রণ বলে কিছু নাই।  

৭ তারিখের নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে জানিয়ে সাইফুল হক বলেন, বিরোধী দলের ডাকে এই সরকারের প্রতি মানুষ গণঅনাস্থা জানিয়েছে। ৪-৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। সকল বিরোধী দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। এমনকি যে ২৭-২৮টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও নানাভাবে প্রকাশ করেছে ৭ তারিখে বাস্তবে কোনো নির্বাচন হয়নি।  

সাইফুল হক বলেন, আওয়ামী লীগ একটি  বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছে বহু আগেই সেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল