হোম > রাজনীতি

সমাবেশের অনুমতি নিতে আবারও ডিএমপিতে যাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ জুন ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ে যাচ্ছে দলটির একটি প্রতিনিধিদল। আজ এক বিজ্ঞপ্তিতে ডিএমপিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন। এর আগে ৫ জুন কর্মসূচি পালনে অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেও পায়নি জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বেলা ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। সেই কর্মসূচির অনুমতি চাইতে আজ মঙ্গলবার ডিএমপি কার্যালয়ে যাচ্ছে তাদের একটি প্রতিনিধিদল। অনুমতি পেতে আবারও সশরীরে আবেদন নিয়ে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে। 

এর আগে অবশ্য গতকাল সোমবার ই-মেইলে ১০ জুন রাজধানীতে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে আবেদন করে জামায়াত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা প্রচলিত নিয়ম মেনে ১০ জুন ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিখিতভাবে আবেদন করেছি ই-মেইলে। সেটার জবাব পাইনি। আজ বিকেল ৪টার দিকে মহানগর দক্ষিণ জামায়াতের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল লিখিত আবেদন নিয়ে ডিএমপিতে যাবেন। ডিএমপিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে জামায়াতের প্রতিনিধিদল।’

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপির তাজনূভা, ১৮-তে নাসীর

মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে: জোনায়েদ সাকি

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

জিয়াউর রহমান সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতায় সর্বাধিক সুরক্ষা দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের সময়: মাহদী আমিন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত: জামায়াত

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা ভয়ংকর: নোয়াবের সভায় বক্তারা

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান