হোম > জাতীয়

ভবন নির্মাণের তথ্য সিটি করপোরেশনকে জানাতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোপলিটন এলাকায় ভবন নির্মাণে সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নয়, ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তাজুল বলেন, ‘রাজউক থেকে ভবনের নকশা ও স্থাপত্যবিষয়ক বিষয়গুলোর অনুমোদন নিতে হবে। আর ওই ভবন কোন স্থানে করা হচ্ছে সে বিষয়ে সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।’

গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সভায় তাজুল ইসলাম বলেছিলেন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে রাজউকের পাশাপাশি দুই সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে। অনুমোদন পেতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে মেয়রদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছিলেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে ঢাকায় ভবন নির্মাণে রাজউক কিংবা সিটি করপোরেশনের মধ্যে যেকোনো একটি সংস্থাকে অনুমোদনকারী কর্তৃপক্ষ রাখার দাবি জানায়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন থেকে ভবনের আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পারমিশন নিতে হবে না। ওই বিল্ডিং নির্ধারিত জায়গায় নির্মাণ করা হচ্ছে কি না; ভবনটির যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে কি না, তা যদি কেউ দেখাশোনা না করে, তাহলে কি শহর বসবাসের উপযোগী থাকবে? এ জন্য ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।’

অনেকে খাল দখল করে ভবন নির্মাণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এমন হলে আমরা তখন সিটি করপোরেশনকে ধরতে পারব। তাদের কাছে জবাব চাইতে পারব।’

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস