হোম > জাতীয়

ভবন নির্মাণের তথ্য সিটি করপোরেশনকে জানাতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোপলিটন এলাকায় ভবন নির্মাণে সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নয়, ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তাজুল বলেন, ‘রাজউক থেকে ভবনের নকশা ও স্থাপত্যবিষয়ক বিষয়গুলোর অনুমোদন নিতে হবে। আর ওই ভবন কোন স্থানে করা হচ্ছে সে বিষয়ে সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।’

গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সভায় তাজুল ইসলাম বলেছিলেন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে রাজউকের পাশাপাশি দুই সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে। অনুমোদন পেতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে মেয়রদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছিলেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে ঢাকায় ভবন নির্মাণে রাজউক কিংবা সিটি করপোরেশনের মধ্যে যেকোনো একটি সংস্থাকে অনুমোদনকারী কর্তৃপক্ষ রাখার দাবি জানায়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন থেকে ভবনের আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পারমিশন নিতে হবে না। ওই বিল্ডিং নির্ধারিত জায়গায় নির্মাণ করা হচ্ছে কি না; ভবনটির যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে কি না, তা যদি কেউ দেখাশোনা না করে, তাহলে কি শহর বসবাসের উপযোগী থাকবে? এ জন্য ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।’

অনেকে খাল দখল করে ভবন নির্মাণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এমন হলে আমরা তখন সিটি করপোরেশনকে ধরতে পারব। তাদের কাছে জবাব চাইতে পারব।’

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন