হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় ভারতের উন্নয়ন টেকসই হচ্ছে: মোমেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখায় ভারতের অনেক অর্জন হয়েছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন। 

ভারতের অর্জনের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁদের পূর্ব সীমান্ত নিয়ে চিন্তা করতে হয় না। তাঁদের (নিরাপত্তার জন্য) লাখ লাখ কোটি টাকা খরচ করতে হয় না। সুসম্পর্ক থাকার ফলে তাঁদের দেশের উন্নয়ন টেকসই হচ্ছে। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) এ সভার আয়োজন করে। 

এ কে আব্দুল মোমেন বলেন, সুসম্পর্ক হওয়ায় দুই দেশ সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছে। এটা কঠিন জিনিস। বিভিন্ন দেশ এটা নিয়ে ঝগড়া-ঝাঁটি করে। দুই দেশের একটা বুলেটও খরচ হয়নি। দুই দেশ সীমানা নির্ধারণ করেছে। পানি ভাগাভাগি হয়েছে। সমুদ্রসীমা নির্ধারণ হয়েছে। এগুলো বড় অর্জন। 

মোমেন বলেন, ‘আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য। সহজে যাচ্ছে বাজার-টাজার করার জন্য। এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকত, তাহলে কিন্তু খবর ছিল।’ 

মোমেন আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে অবশ্যই বৈশ্বিক সম্পর্ক বন্ধুপরায়ণ হতে হবে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতাও দরকার। 

আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের এখন উপদেশ নেওয়ার সময় নয়। উপদেশ দেওয়ার সময়।

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর