হোম > জাতীয়

বরিশালে সহকারী রিটার্নিং অফিসারের ওপর হামলার ঘটনায় আটক ১০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যসমাপ্ত প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের দিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের ওপর হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ আসামিকে আটক করেছে। 

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। 

নির্বাচন কমিশন জানিয়েছে, ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলামকে আহত করার ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা নম্বর ১৪ (৫) ২৪ রুজু করা হয়। ওই মামলায় শনিবার পর্যন্ত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিরা হলেন বাকেরগঞ্জের পূর্ব মহেশপুরের মৃত জালাল গাজীর ছেলে মো. মিজানুর রহমান গাজী (২৮), শ্যামপুরের নুরুল হকের ছেলে মো. সিফাত হাওলাদার (১৯), শ্যামপুরের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. সেলিম (৩৫), দুধাল মৌর শরীফ আফছারের ছেলে শরীফ আনোয়ারুল কবির (৫৭), আতাকাঠীর মো. হুমায়ুন হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (৩০), দুধাল মৌর মৃত আলী আহম্মদ হাংয়ের ছেলে আবুল বাশার বাচ্চু (৬০), মহেশপুরের মৌজে আলীর ছেলে মো. জিলান হাওলাদার (৩৮), শ্যামপুরের ইউসুফ খানের ছেলে রাকিব খান (২১), বড় পুইয়াউটার মৃত কামাল হাওলাদারের ছেলে মো. রিফাত হাওলাদার (২০) এবং পাদ্রীশিবপুরের মৃত বজলুর রহমানের ছেলে ইমরুল হাসান লিমন (৩৭)। 

ইসি সূত্র জানিয়েছে, আটক আসামিরা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের (তালা প্রতীক) এজেন্ট ও কর্মী। ভোটের দিন ফলাফল ঘোষণার সময় তাঁরা হলরুমে ছিলেন। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে।

শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপকের নানান দুর্নীতি

আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে