হোম > জাতীয়

বরিশালে সহকারী রিটার্নিং অফিসারের ওপর হামলার ঘটনায় আটক ১০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যসমাপ্ত প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের দিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের ওপর হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ আসামিকে আটক করেছে। 

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। 

নির্বাচন কমিশন জানিয়েছে, ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলামকে আহত করার ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা নম্বর ১৪ (৫) ২৪ রুজু করা হয়। ওই মামলায় শনিবার পর্যন্ত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিরা হলেন বাকেরগঞ্জের পূর্ব মহেশপুরের মৃত জালাল গাজীর ছেলে মো. মিজানুর রহমান গাজী (২৮), শ্যামপুরের নুরুল হকের ছেলে মো. সিফাত হাওলাদার (১৯), শ্যামপুরের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. সেলিম (৩৫), দুধাল মৌর শরীফ আফছারের ছেলে শরীফ আনোয়ারুল কবির (৫৭), আতাকাঠীর মো. হুমায়ুন হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (৩০), দুধাল মৌর মৃত আলী আহম্মদ হাংয়ের ছেলে আবুল বাশার বাচ্চু (৬০), মহেশপুরের মৌজে আলীর ছেলে মো. জিলান হাওলাদার (৩৮), শ্যামপুরের ইউসুফ খানের ছেলে রাকিব খান (২১), বড় পুইয়াউটার মৃত কামাল হাওলাদারের ছেলে মো. রিফাত হাওলাদার (২০) এবং পাদ্রীশিবপুরের মৃত বজলুর রহমানের ছেলে ইমরুল হাসান লিমন (৩৭)। 

ইসি সূত্র জানিয়েছে, আটক আসামিরা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের (তালা প্রতীক) এজেন্ট ও কর্মী। ভোটের দিন ফলাফল ঘোষণার সময় তাঁরা হলরুমে ছিলেন। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে।

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি