হোম > জাতীয়

ভূমধ্যসাগরে ঠান্ডায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে তাঁরা মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম থেকে রওনা হবে, যা ১২ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দ্বিতীয় মরদেহ রোম থেকে রওনা হবে ১১ ফেব্রুয়ারি, যা ১৩ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা। এভাবে বাকি মরদেহগুলো দেশে পাঠানো হবে। এ লক্ষ্যে ইতালিতে থাকা বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। 

মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনই মাদারীপুরের। মারা যাওয়া সাত বাংলাদেশি হলেন—মাদারীপুরের ইমরান হোসেন, রতন জয় তালুকদার, সাফায়েত, জহিরুল ও বাপ্পী, সুনামগঞ্জের সাজ্জাদ ও কিশোরগঞ্জের সাইফুল। 

প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপে অভিবাসনের চেষ্টায় থাকা ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে ইতালি। এদের মধ্যে ২৭৩ জন বাংলাদেশি। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে ২৭৩ জনের মধ্যে সাত বাংলাদেশি মারা যান। বাকিরা মিসরীয় নাগরিক। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তাঁরা।

আরও পড়ুন:

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির