হোম > জাতীয়

ভূমধ্যসাগরে ঠান্ডায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে তাঁরা মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম থেকে রওনা হবে, যা ১২ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দ্বিতীয় মরদেহ রোম থেকে রওনা হবে ১১ ফেব্রুয়ারি, যা ১৩ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা। এভাবে বাকি মরদেহগুলো দেশে পাঠানো হবে। এ লক্ষ্যে ইতালিতে থাকা বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। 

মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনই মাদারীপুরের। মারা যাওয়া সাত বাংলাদেশি হলেন—মাদারীপুরের ইমরান হোসেন, রতন জয় তালুকদার, সাফায়েত, জহিরুল ও বাপ্পী, সুনামগঞ্জের সাজ্জাদ ও কিশোরগঞ্জের সাইফুল। 

প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপে অভিবাসনের চেষ্টায় থাকা ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে ইতালি। এদের মধ্যে ২৭৩ জন বাংলাদেশি। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে ২৭৩ জনের মধ্যে সাত বাংলাদেশি মারা যান। বাকিরা মিসরীয় নাগরিক। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তাঁরা।

আরও পড়ুন:

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর