হোম > জাতীয়

এক দিনে আরও ৩ শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক দিনে আরও তিন শতাধিক ডেঙ্গুর রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন একজন রোগী। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ২৬২ জন এবং ঢাকার বাইরে ৫৩ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৬৫। তাঁদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসের ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫২ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৪৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৩২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন ও কুর্মিটোলায় একজনসহ মোট ৭৫ জন রোগী সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হলেও এর চারটি অকার্যকর। কীটতত্ত্ববিদরা সতর্ক করেছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা নেই। এ সময় মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা