হোম > জাতীয়

‘সময় কম দেওয়ায়’ আসন ছেড়ে চলে গেলেন লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় ১০ মিনিট সময় দেওয়াকে উপহাস বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র এই সংসদ সদস্য সময় কম দেওয়ায় সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন।

আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি বেদৌরা আহমেদ সালামের পর লতিফ সিদ্দিকীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য ফ্লোর দেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এর আগে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিট এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদকে ১৫ মিনিট সময় দিয়ে ফ্লোর দিয়েছিলেন ডেপুটি স্পিকার। যদিও পরে তাঁদের সময় বাড়িয়ে দিয়েছিলেন।

১০ মিনিট ফ্লোর পেয়ে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘উচ্চাসনে যারা বসেন, তাঁদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধয় আনন্দ হয়। কিন্তু আমি স্পিকার এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই আমি যে ১০ মিনিট আমাকে দিয়েছেন সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।’

এরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। পরে অবশ্য মিনিট দশেক পরে আবারও সংসদের কার্যক্রমে অংশ নেন।

পরে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র এমপি পঙ্কজ দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা এ শিবির থেকে যত বেশি কথা বলব তত বেশি সংসদ কার্যকর হবে। সময় একটু বেশি দিলে...লতিফ সিদ্দিকী সাহেব অভিমান করেছেন, তিনি করতেই পারেন সিনিয়র, মুক্তিযোদ্ধা। ১৫ মিনিট সময় দিলে আবারও বলবেন। আমার অনুরোধ থাকবে ১৫ মিনিট সময় দিয়ে তাঁকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়।’

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পাশাপাশি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হন। পরে তাঁর সংসদ সদস্য পদও শূন্য হয়। দীর্ঘদিন নিবৃত্তে থাকার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’