শেখ হাসিনা সরকারের সময় অগ্রাধিকার দেওয়া আইসিটি ও ডিজিটালাইজেশন খাতের দুর্নীতি-অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিতব্য উচ্চ পর্যায়ের কমিটি আগামী দুই মাসের মধ্যে এই শ্বেতপত্র প্রকাশ করবে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রেস সচিব বলেন, আইসিটি ও ডিজিটালাইজেশনকে ঘিরে অনেক দুর্নীতির সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। এই খাত নিয়ে একটি শ্বেতপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি তৈরিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা থাকবেন। দুই মাসের মধ্যে হোয়াইট পেপার প্রকাশ করা হবে।
দুই-এক দিনের মধ্যে শ্বেতপত্র গঠন করা হবে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘এই খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ইত্যাদি অনুসন্ধান করে শ্বেতপত্র দেওয়া হবে।’