হোম > জাতীয়

৯১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ: ডাকের সাবেক ডিজি সুধাংশুর বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

সুধাংশু শেখর ভদ্র। ফাইল ছবি

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের পরিচালক থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি সুধাংশু শেখর ভদ্র দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে আরও বলা হয়, আসামি শর্ত ভঙ্গ করে প্রকল্পের জন্য ইউপিএসসহ কয়েক হাজার যন্ত্রপাতি ক্রয় করেন। ওই সব যন্ত্রপাতি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এর আগে গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাকের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার