হোম > জাতীয়

৯১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ: ডাকের সাবেক ডিজি সুধাংশুর বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

সুধাংশু শেখর ভদ্র। ফাইল ছবি

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের পরিচালক থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি সুধাংশু শেখর ভদ্র দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে আরও বলা হয়, আসামি শর্ত ভঙ্গ করে প্রকল্পের জন্য ইউপিএসসহ কয়েক হাজার যন্ত্রপাতি ক্রয় করেন। ওই সব যন্ত্রপাতি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এর আগে গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাকের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা