হোম > জাতীয়

গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটার যাঁরা আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ।’ শীতের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন এই কমিশনার।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে। গতবারের মতো এবারও ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার ব্যবহার, যা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে পুনরায় ভোট গ্রহণ চলছে। ১৪৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে এ পর্যন্ত। কোনো অনিয়ম নাই, গতবার যে সিচুয়েশন দেখতে পারছিলাম এবার সে সরকম সিচুয়েশন নাই।’

ভোটার উপস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত ১০ শতাংশের মতন ভোট কাস্ট হয়েছে। আজকে প্রচণ্ড শীত ৷ দুর্গম চরাঞ্চলে ৩২টা কেন্দ্র। এ ছাড়া শীতের জন্য উপস্থিতি এখন একটু কম। তবে ক্রমান্বয়ে বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

সিসি ক্যামেরা থাকার কারণে যাঁরা অনিয়ম করার জন্য আগ্রহী থাকেন, তাঁদের আগ্রহটা অনেক প্রশমিত হয়ে গেছে বলে জানান রাশেদা সুলতানা।  

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়