হোম > জাতীয়

জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনে প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবার এগিয়ে আসতে হবে।’ আজ বৃহস্পতিবার সকালে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে।

এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সমাজসেবা প্রত্যেক মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব, যেন দূরে সরে না যায়। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।’

ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনে প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছা জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।’ এ সময় দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।

শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপকের নানান দুর্নীতি

আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে