হোম > জাতীয়

এস আলম ও তাঁর দুই ছেলের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইফুল আলম। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর দুই ছেলের নামে থাকা সিঙ্গাপুরের ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানভির আহমেদ।

তানভির আহমেদ জানান, সাইফুল আলম ও তাঁর দুই ছেলের নামে থাকা সিঙ্গাপুরের ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক।

আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করছে দুদক। সংস্থাটি জানতে পেরেছে, এস আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টরা তাঁদের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগেই এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তাঁদের ব্যাংক হিসাবে থাকা অর্থ উদ্ধার কঠিন হয়ে পড়বে। এ কারণে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।

দুদক কর্মকর্তার এই আবেদন আমলে নিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তাঁর দুই ছেলের নামে থাকা সিঙ্গাপুরের তিনটি পৃথক ব্যাংকে ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে পাঁচটি ইনস্যুরেন্স কোম্পানির ১৭টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া সিঙ্গাপুরে এস আলমের আটটি কোম্পানিতে থাকা শেয়ার, তাঁর ছেলে আশরাফুল আলমের পাঁচটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, আরেক ছেলে আহসানুল আলমের নামে থাকা একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ