হোম > জাতীয়

সারা দেশে সেনা অভিযানে গ্রেপ্তার ৯৯৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে গত ২১ দিনে সেনাবাহিনীর অভিযানে ৯৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও গ্যাং সদস্যরা রয়েছেন। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৯৯০ রাউন্ড গোলাবারুদ। পাশাপাশি আগস্ট থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের অনেকে কুখ্যাত অপরাধী হিসেবে তালিকাভুক্ত।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজ রয়েছেন। এর মধ্যে ২৭ মে কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

একই দিন রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু ও আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ভূমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

৪ জুন জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বুনিয়া সোহেলকে, যাঁর বিরুদ্ধে রয়েছে ৩০টির বেশি মামলা। তাঁর সঙ্গীদের কাছ থেকে উদ্ধার হয় দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মাদকদ্রব্য।

৫ জুন কক্সবাজারের মাঝিরকাটা এলাকা থেকে ধরা পড়েন শাহীন ডাকাত ও তাঁর দুই সহযোগী। তাঁদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজির ২০টির বেশি মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র ও মাদক।

৬ জুন কুষ্টিয়ার দূর্বাচর এলাকায় অভিযানে গ্রেপ্তার করা হয় সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনসহ চারজনকে। উদ্ধার করা হয় ছয়টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ১০টি ম্যাগাজিন ও ১১৯ রাউন্ড গুলি।

গত তিন সপ্তাহে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ধরা পড়েছেন ৪৫২ জন মাদক কারবারি। আগস্ট থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন। উদ্ধার হয়েছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, অবৈধ মদসহ বিপুল মাদকদ্রব্য। ৬ জুন সাভারের লুটেরচরে গ্যাস লাইটার তৈরির আড়ালে পরিচালিত একটি মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৮২০ লিটার মদ ও কাঁচামাল জব্দ করা হয়।

সেনাবাহিনীর জনসেবামূলক তৎপরতার কথাও তুলে ধরেন কর্নেল শফিকুল। তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় অতিবৃষ্টিতে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সেনাবাহিনী দ্রুত সেখানে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাঁধ মেরামত করে। এতে বড় ধরনের প্লাবন ঠেকানো যায়।

হবিগঞ্জে বন্যার সময় ঈদের দিন ৭ জুন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করেন। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ঠেকাতে ২৭ মে সেনাসদরে অনুষ্ঠিত সভায় শ্রমিকদের ঈদের আগেই বেতন-বোনাস নিশ্চিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভেজালবিরোধী অভিযানে সেনাবাহিনী মিরপুরের একটি চকলেট কারখানায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করে এবং কারখানাটি সাময়িক বন্ধের নির্দেশ দেয়।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর