আগামী ৫ জুন একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হবে। ওই দিন বিকেল ৫টা থেকে সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে ৯ জুন আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ হবে। ওই দিন বাজেট পেশের জন্য সংসদ সচিবালয় ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।
করোনা পরিস্থিতির কারণে গত দুটি বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হলেও এবার কিছুটা স্বাভাবিকভাবে এ অধিবেশনটি চলবে। সংসদের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রবেশে খুব একটা বিধিনিষেধ থাকবে না। গণমাধ্যম কর্মীদেরও অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে, সর্বশেষ ১৭তম অধিবেশনের মতো করোনার নমুনা টেস্টের প্রয়োজন পড়বে।
সংসদের গত ৬ এপ্রিল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়।