হোম > জাতীয়

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আরও তিন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ১১২ জনকে দায়ী করা হয়েছে। আন্দোলনে নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন ও রায়হানের বাবা মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক এ দুটি অভিযোগ করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজেদা খাতুনের অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই রাজধানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে গুলিতে নিহত হন শাহজাহান। এই অভিযোগে আসামি হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
আসাদুজ্জামান খানসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়।

মোজাম্মেল হোসেনের অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নিহত হন মো. রায়হান। তাঁর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়।

এদিকে গত বুধবার বিকেলে তাসলিমা কাজী নামের এক নারী প্রসিকিউশনে একটি অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাসলিমার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ নিহত হন।

আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২৬টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ২৪টিই সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। অন্যটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশ-র‍্যাবের হামলার ঘটনা নিয়ে।

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস