হোম > জাতীয়

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আরও তিন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ১১২ জনকে দায়ী করা হয়েছে। আন্দোলনে নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন ও রায়হানের বাবা মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক এ দুটি অভিযোগ করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজেদা খাতুনের অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই রাজধানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে গুলিতে নিহত হন শাহজাহান। এই অভিযোগে আসামি হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
আসাদুজ্জামান খানসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়।

মোজাম্মেল হোসেনের অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নিহত হন মো. রায়হান। তাঁর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়।

এদিকে গত বুধবার বিকেলে তাসলিমা কাজী নামের এক নারী প্রসিকিউশনে একটি অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাসলিমার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ নিহত হন।

আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২৬টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ২৪টিই সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। অন্যটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশ-র‍্যাবের হামলার ঘটনা নিয়ে।

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী