হোম > জাতীয়

ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতের বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা সড়ক অবরোধ করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছেছেন সেনবাহিনী ও পুলিশ সদস্যরা। তাঁরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, আজ থেকে এই মাদ্রাসায় পিলখানা হত্যা মামলার আদালত বসছে। এখানে বিচারকাজ চলমান থাকলে তাঁদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটবে। তাঁরা চান না এই আদালত এখানে পরিচালিত হোক।

শিক্ষার্থীরা বলছেন, এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দিলেও এ বিষয়ে কেউ কর্ণপাত করেননি।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এর আগে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এতে বলা আরও হয়, ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে