হোম > জাতীয়

কারও গাফিলতির প্রমাণ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’ 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’ 

আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তাঁরা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন। 

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’ 

এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা। 

২৯ জানুয়ারি থেকে এক দশক পর ফের চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

পাকিস্তান সফরে বিমানবাহিনীর প্রধান, আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য