হোম > জাতীয়

শনিবার খুলছে মাধ্যমিক বিদ্যালয়, রোববার থেকে প্রাথমিকে ক্লাস সাড়ে ১১টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি শেষে সারাদেশে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী শনিবার শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার খুলবে। 

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের  সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনি কক্ষে পাঠদান কার্যক্রম চলবে। তবে কিছু জেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। আগামীকালের আবহাওয়া বার্তা জানার পর প্রেস রিলিজের মাধ্যমে সেসব জেলার নাম জানিয়ে দেয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানান, প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার থেকে খুলবে। তবে তাপপ্রবাহের কারণে বিদ্যালয়গুলো চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। 

তিনি আরও বলেন, প্রাক্-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে।

এর আগে ২০ এপ্রিল তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের (২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল) ছুটি ঘোষণা করা হয়। রোজা-ঈদের দীর্ঘ ছুটি এবং তাপপ্রবাহের সাত দিনের ছুটি শেষে ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছিল।
এর এক দিন ক্লাসের পরই কয়েকটি জেলায় নতুন করে ছুটির ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল