হোম > জাতীয়

ভারতীয় গণমাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটের দিকে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশের গর্ব ও মর্যাদার এই সেতু উদ্বোধনের খবর প্রকাশিত হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শনিবার বাংলাদেশে নদীর নামে নির্মিত ‘পদ্মা সেতুর’ উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকে হাজার হাজার মানুষ উদ্বোধনের সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেছে। 

এই সেতুর নির্মাণকাজ সফলভাবে শেষ করার জন্য বাংলাদেশকে ভারত সরকারের অভিনন্দন জানানোর কথাও উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সারা দিনের কর্মসূচির বিবরণও প্রকাশ করেছে ভারতের এই শীর্ষস্থানীয় গণমাধ্যম। 

ভারতের আরেকটি সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলারের তহবিল বাতিল করার পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেছিল বাংলাদেশ সরকার। সাত বছর পর আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এক প্রতিবেদনে পদ্মা সেতুর উদ্বোধনের খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ বিলম্বের পর অবশেষে বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। সেতুটি বাংলাদেশকে এক সমৃদ্ধির নতুন যুগে নিয়ে যাবে। উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সরকার ব্যাপক উদ্‌যাপন কর্মসূচির আয়োজন করেছে। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এ ছাড়া পদ্মা সেতুর উদ্বোধনের খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য প্রিন্ট। প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ভারতীয় দূতাবাস পদ্মা সেতুকে ‘যুগান্তকারী অবকাঠামো প্রকল্প’ বলে উল্লেখ করেছে। আজ এই অবিস্মরণীয় সেতুটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসের কারণে সফলভাবে নির্মাণ করা সম্ভব হয়েছে। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’