হোম > জাতীয়

আজিজ ও বেনজীরসহ পাঁচ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাঁদা দাবির মামলা

নিজস্ব প্রতিবেদক , ঢাকা

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই মামলা দায়ের করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান।

অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- আজিজ আহমেদের ভাই তোফায়েল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ ওরফে হারিস হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সাবেক অধিনায়ক শফি উল্লাহ বুলবুল।

শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

বাদী সেলিম প্রধান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী মামলায় অভিযোগে করেন, জোসেফ, হারিস, আজিজ ও বেনজিরের নির্দেশে র‍্যাবের সাবেক অধিনায়ক শফি র‌্যাব সদস্যদের একটি দল নিয়ে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার (অভিযোগকারী) গুলশান কার্যালয়ে যান এবং চাঁদা হিসেবে একটি রেঞ্জ রোভার গাড়ি দাবি করেন। দাবি মানা না হলে অভিযোগকারীকে ভয়াবহ পরিণতির হুমকিও দেন তারা।

পরে ওই বছরের ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে র‌্যাব কর্মকর্তা শফি আবার অভিযোগকারীর গুলশানের কার্যালয়ে যান এবং তাকে বলেন হারিস ও জোসেফ আপনার সঙ্গে কথা বলতে চান। কিন্তু অভিযোগকারী তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে শফি তাদের ক্রসফায়ারের হুমকি দেন।

এরপর ৩০ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে, জোসেফ, হারিস, আজিজ এবং বেনজিরের নির্দেশ অনুসারে র‌্যাব কর্মকর্তা শফি আরও কয়েকজন র‌্যাব সদস্যের সহায়তায় বাদীকে থাইল্যান্ড যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারওয়েজ থেকে নামিয়ে নেয়। তারপর তারা বাদীকে উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যায়।  ব্যবসায়ী ওই বাদীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। তারা আবারও গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। বাদী আবারও ওই গাড়ি এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়। বাদীকে চার বছর জেল খাটতে হয়।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন