হোম > জাতীয়

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

বাসস, ঢাকা  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে: প্রবাসী ভোটার (আউট-অব-কান্ট্রি) নিবন্ধন করেছেন মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন, যার মধ্যে ৬ লাখ ৭৭ হাজারের বেশি ব্যালট পাঠানো সম্পন্ন হয়েছে।

এ ছাড়া অভ্যন্তরীণ ভোটার বা ইন-কান্ট্রি পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

ইসি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একযোগে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯টি ব্যালট পাঠানো হয়েছে সিঙ্গাপুরে এবং ১২ হাজার পাঠানো হয়েছে সৌদি আরবে। ১০ জানুয়ারির মধ্যে নিবন্ধিত সকল প্রবাসীর কাছে ব্যালট পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।

সালীম আহমাদ খান জানান, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগেই ব্যালট পেপারগুলো ভোটারদের হাতে পৌঁছাতে চায় ইসি। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষার বিষয়ে তিনি কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, ‘ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারদের দায়িত্ব। যদি কেউ এই গোপনীয়তা লঙ্ঘন করে বা জনসমক্ষে ব্যালট প্রদর্শন করে, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।’

নির্বাচন কমিশন আশা করছে, ডিজিটাল সিস্টেম ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে এবার রেকর্ড সংখ্যক প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করবেন। পোস্টাল ব্যালটগুলো ভোটাররা পূরণ করে আবার ডাকযোগে বা নির্দিষ্ট প্রক্রিয়ায় ফেরত পাঠাবেন, যা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে যোগ করা হবে।

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া