হোম > জাতীয়

সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের স্ত্রীর জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের সাড়ে ৭ কোটি টাকার জমি ক্রোক ও তিন কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এই আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, নুসরাত জাহানের নামে থাকা রাজধানী ঢাকার পল্লবীর ১৬৫ শতাংশ জমি, যার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৫৩৯ টাকা, ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর চারটি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার ৫৬৭ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, নুসরাত জাহান তাঁর স্বামী জিয়াউল আহসানের সহযোগিতায় বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ তদন্তকালে দুদক জানতে পেরেছে তিনি যেকোনো সময় এই সম্পত্তি বিক্রয় বা অন্যত্র স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও স্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।

এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৯টি ব্যাংক হিসাবের ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি