হোম > জাতীয়

সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের স্ত্রীর জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের সাড়ে ৭ কোটি টাকার জমি ক্রোক ও তিন কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এই আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, নুসরাত জাহানের নামে থাকা রাজধানী ঢাকার পল্লবীর ১৬৫ শতাংশ জমি, যার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৫৩৯ টাকা, ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর চারটি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার ৫৬৭ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, নুসরাত জাহান তাঁর স্বামী জিয়াউল আহসানের সহযোগিতায় বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ তদন্তকালে দুদক জানতে পেরেছে তিনি যেকোনো সময় এই সম্পত্তি বিক্রয় বা অন্যত্র স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও স্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।

এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৯টি ব্যাংক হিসাবের ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা