দেশে ১১০০টি পর্যটন স্পট রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্যটন মহাপরিকল্পনা বিষয়ক এক কর্মশালায় পর্যটনসচিব এ কথা জানান।
মো. মোকাম্মেল হোসেন বলেন, ‘আমাদের যে ১১০০টি পর্যটন স্পট রয়েছে, সেগুলোতে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটন মহাপরিকল্পনার মাধ্যমে সমন্বিতভাবে পর্যটনের উন্নয়ন করতে হবে।’
কর্মশালায় পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘দেশের পর্যটন প্রসারে প্রচারণার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। দেশের ইতিবাচক ইমেজ বিশ্বের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, তা সম্পর্কে মানুষকে জানাতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। এ দিকে দৃষ্টি দিতে হবে।’
পর্যটন মাস্টার প্ল্যানের বিষয়ে তিনি বলেন, ‘এই যে মাস্টার প্ল্যান আমরা করতে যাচ্ছি, সুপরিকল্পিত ভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে এটা করতে হবে। আমাদের মাস্টার প্ল্যানের মূল বিষয় হবে যে জায়গার সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ।’
কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তারসহ পর্যটন শিল্পের বিভিন্ন অংশীজন অংশ নেন।