হোম > জাতীয়

দুনিয়ার শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের ক্রেস্ট প্রদান করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সদস্যদের সম্মান জানাতে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘ মহাসচিব ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। দিবসের মূল আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজনে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ে একটি বিশেষ উপস্থাপনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জনাব মো. রুহুল আলম সিদ্দিকী এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সমাপনী বক্তব্যে অর্থ উপদেষ্টা শান্তিরক্ষীদের সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভিটিসির (ভিডিও কনফারেন্স) মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্বরত শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁওয়ে পুরোনো বিমানবন্দর মসজিদ এলাকা থেকে ‘শান্তিরক্ষী র‌্যালি-২০২৫’ আয়োজনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। র‌্যালিতে অংশ নেন সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্য, জাতিসংঘ সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য আন্তবাহিনী প্রতিনিধিরা। একই ধরনের র‌্যালি অনুষ্ঠিত হয় দেশের অন্যান্য বিভাগীয় শহরেও।

দিবসটি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে প্রকাশিত হয় বিশেষ জার্নাল ও জাতীয় দৈনিকগুলোর ক্রোড়পত্র। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে বিশেষ টক-শো।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি