হোম > জাতীয়

সেই আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর

মো. আব্দুস সবুর মন্ডল। ছবি: সংগৃহীত

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এটুআই প্রকল্পের যুগ্ম সচিব থাকার সময় তাঁর জন্য তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সবুর মণ্ডলকে অবসরে পাঠিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।

চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুস সবুর মণ্ডলের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠাল। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

২০১৯ সালের আগস্টে সবুর মণ্ডলের কারণে ফেরি তিন ঘণ্টা দেরি করে ছাড়ার ফলে ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মারা যায়। ওই সময় তদন্তেও এর প্রমাণ পাওয়া যায়।

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। কিন্তু মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে সবুর মণ্ডলের জন্য তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ে। এমন পরিস্থিতিতে ফেরিতেই মারা যায় তিতাস।

আব্দুর সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আরও খবর পড়ুন:

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শকনিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র