হোম > জাতীয়

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইল

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার সুসান রাইল। ছবি: ফেসবুক

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুসান রাইল। তিনি বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের স্থলাভিষিক্ত হবেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি সুসান রাইলকে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগের ঘোষণা দিচ্ছি।’

এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা আমাদের বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারত্ব, শক্তিশালী ব্যক্তি-ব্যক্তি সংযোগ এবং আমাদের অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানে একসঙ্গে কাজ করছি।

অস্ট্রেলিয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে সব বাংলাদেশির জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করছে।

সুসান রাইল পেশাদার কূটনীতিক। তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সর্বশেষ তিনি ভারত মহাসাগর প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি এবং জাপানে অস্ট্রেলিয়ার মিশনে কাজ করেছেন।

বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০২০ সাল থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থ উন্নয়নে অবদান রাখার জন্য প্রাক্তন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং কার্যনির্বাহী হাইকমিশনার নার্ডিয়া সিম্পসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন