হোম > জাতীয়

নারী উন্নয়নে বরাদ্দ বাড়ছে প্রায় ৩১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী উন্নয়নে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৩১ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে নারী উন্নয়নে বরাদ্দ ছিল ১ লাখ ৯৮ হাজার ৫৮৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ২৯ হাজার ৪৮৪ কোটি টাকায়।

এর আগে, ২০২১-২২ অর্থবছরের নারী উন্নয়ন খাতে পরিচালন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৭৪ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অনুরূপভাবে, ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ৯১ হাজার ৭১৩ কোটি টাকা। যা এ বছর ৯৫ হাজার ৭৪৭ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নারী উন্নয়নে মোট বরাদ্দ জাতীয় বাজেটের ৩৩ দশমিক ৮৪ শতাংশ এবং জিডিপির ৫ দশমিক ১৬ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। নারী উন্নয়ন কার্যক্রম এবং রয়েছে এমন ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে এই জেন্ডার বাজেট প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন

নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হলেও নারী অধিকারকর্মীরা বলছেন, বরাদ্দ বৃদ্ধির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো—বরাদ্দকৃত অর্থটা যথাযথভাবে ব্যয় করা হলো কিনা তা মনিটর করা। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে নারী উন্নয়নে বাজেট বরাদ্দে বৃদ্ধির তথ্য দেওয়া হচ্ছে। দেখা গেল, একটা সেতু বানিয়ে বলা হলো, নারীরাও এখান থেকে চলাচল করবে। প্রকৃতপক্ষে এটা তো আসলে নারী উন্নয়নে ব্যয় হলো না। নারীদের নিরাপত্তা, করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনে কতটা বরাদ্দ হবে এবং ব্যয় হবে সেটা মনিটর করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যথায় বরাদ্দ বৃদ্ধি শব্দটা শুধু কাগজে কলমেই থেকে যাবে। 

এই সম্পর্কিত পড়ুন:

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি