হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে অন্য দেশের সম্পৃক্ততা নিয়ে মাথা ঘামাচ্ছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন। 

বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’ 

গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’ 

একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির