হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে অন্য দেশের সম্পৃক্ততা নিয়ে মাথা ঘামাচ্ছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন। 

বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’ 

গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’ 

একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।

চতুর্থ দিনে প্রার্থীতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি