হোম > জাতীয়

বাংলাদেশের নির্বাচনে সহিংসতা চায় না ইইউ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতা চায় না। ঢাকায় ইউরোপের ২৭ জাতির এই জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এই নির্বাচনের পরিবেশ নিয়ে জোটটি বিবদমান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের মধ্যস্থতাও করবে না বলে তিনি জানান।

একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় ডেনমার্ক, ইতালি, ফ্রান্স নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইইউ আগামী জুলাই মাসে একটি স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, ‘এই বিশেষজ্ঞ দল পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউ হাই রিপ্রেজেনটেটিভ জোসেফ বোরেলের কাছে জমা দেবে। তিনিই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে নির্বাচনের সময় ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না।’

নির্বাচন কমিশন থেকে ইইউর পর্যবেক্ষক চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইইউ পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুত বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

জোসেফ বোরেলের আগের করা একটি মন্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, ইইউ পর্যবেক্ষক তখনই পাঠানো হবে, যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

বিশেষজ্ঞ দল আসাকে প্রথম ধাপ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, কোনো বিশেষ দল নির্বাচনে অংশ নেওয়ার ওপর পর্যবেক্ষক পাঠানো নির্ভর করবে কি করবে না, তা এখনই বলা যাচ্ছে না।

নির্বাচন নিয়ে ইইউ সব দলের সঙ্গেই কথা বলা অব্যাহত রাখবে বলে তিনি জানান।

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস