হোম > জাতীয়

জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়া গোষ্ঠী বাংলাদেশবিরোধী: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার বিকেলে বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনে দুষ্কৃতকারীদের বাধা প্রদান ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যর আহ্বায়ক মফিজুর রহমান লালটু ও সাংস্কৃতিক ঐক্যভুক্ত সংগঠনের শীর্ষ নেতারা এক বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় সংগীত, জাতীয় পতাকা ইত্যাদি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেরণা ও চেতনার ধারক। এসব বিষয়ে অশ্রদ্ধা ও অবমাননা দণ্ডনীয় অপরাধ এবং তা কেবল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষ ও চেতনাবিরোধী শক্তিই করতে পারে।

বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশবিরোধী এই প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক শক্তি একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও গণহত্যাকারী পাকিস্তানি দখলদার ঘাতক বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে রাজাকার, আলবদর বাহিনী গঠন করে বর্বর গণহত্যায় অংশ নিয়েছিল। একাত্তরে পরাজিত হলেও তারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারেনি। সে কারণেই জাতীয় সংগীত নিয়ে তাদের আপত্তি, তার ওপর আক্রমণ। সম্প্রতি এই ধর্মীয় ফ্যাসিস্ট শক্তি নারীর প্রতি বিদ্বেষ, সহিংসতা ও প্রকাশ্যে অবমাননা করছে। তারা পশ্চাৎপদ অন্ধকারের শক্তি, যারা দেশকে সামনের দিকে নয়, বরং পেছনের দিকেই নিতে পারে।

বিবৃতিতে নেতারা বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া ও আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। দেশপ্রেমিক, মুক্তচিন্তা ও শুভবুদ্ধিসম্পন্ন সব নাগরিককে সম্মিলিতভাবে এই প্রতিক্রিয়াশীল অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব