হোম > জাতীয়

এক মাসে বন্যার কারণে দেশে মৃত্যু ৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডোবা ও আঘাতজনিত নানা কারণে গত এক মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে অঞ্চলেই ১৮ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ থেকে ২০ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় ভুগেছেন ২ হাজার ১৭৯ জন, আরটিআইতে ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন, সর্প দংশনে ৪, পানিতে ডোবা ১৯ জন, চর্মরোগে ১৪০ জন, চোখের প্রদাহতে ৪৬ জন, আঘাতপ্রাপ্ত ২৫ ও অন্যান্য সমস্যায় পতিত হয়েছেন ৪৪২ জন। 

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৮ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রংপুরে ৩ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১৫ জন, আরটিআইতে ১১, সর্প দংশনে ৩, পানিতে ডুবে ৩, চর্মরোগে ২২, চোখের প্রদাহ ১৮ ও আঘাত প্রাপ্ত হয়েছে ১০ জন। 

গত এক মাসের বন্যায় চার বিভাগে ১৮৫টি উপজেলার মধ্যে ৬১টি প্লাবিত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির