হোম > জাতীয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগে বৈষম্যবিরোধীরা

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল ফরিদপুরে সভা ও জনসংযোগ করেন সংগঠন দুটির নেতারা। ছবি: আজকের পত্রিকা

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে ছয় দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচি পালন করবে তারা।

কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল সোমবার বিকেলে সমাবেশে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক আশরেফা খাতুন, রিফাত রশিদ, হাসিব আল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে তাঁরা জুলাই ঘোষণাপত্রের কথা ও গুরুত্ব তুলে ধরেন।

ফরিদপুরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে নেতা-কর্মীরা জনসংযোগ শুরু করেছেন বলে জানান নাগরিক কমিটির

যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ছড়িয়ে পড়েছেন। কেন্দ্র থেকে সব জেলায় লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে। আশা করি, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, ‘জুলাই ঘোষণাপত্র সামনে রেখে আমাদের জনসংযোগ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে সমাবেশ, লিফলেট বিতরণ ও জনসংযোগের কাজ শুরু হবে; যা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।’

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি