হোম > জাতীয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগে বৈষম্যবিরোধীরা

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল ফরিদপুরে সভা ও জনসংযোগ করেন সংগঠন দুটির নেতারা। ছবি: আজকের পত্রিকা

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে ছয় দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচি পালন করবে তারা।

কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল সোমবার বিকেলে সমাবেশে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক আশরেফা খাতুন, রিফাত রশিদ, হাসিব আল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে তাঁরা জুলাই ঘোষণাপত্রের কথা ও গুরুত্ব তুলে ধরেন।

ফরিদপুরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে নেতা-কর্মীরা জনসংযোগ শুরু করেছেন বলে জানান নাগরিক কমিটির

যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ছড়িয়ে পড়েছেন। কেন্দ্র থেকে সব জেলায় লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে। আশা করি, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, ‘জুলাই ঘোষণাপত্র সামনে রেখে আমাদের জনসংযোগ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে সমাবেশ, লিফলেট বিতরণ ও জনসংযোগের কাজ শুরু হবে; যা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।’

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা