হোম > জাতীয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগে বৈষম্যবিরোধীরা

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল ফরিদপুরে সভা ও জনসংযোগ করেন সংগঠন দুটির নেতারা। ছবি: আজকের পত্রিকা

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করতে ছয় দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচি পালন করবে তারা।

কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল সোমবার বিকেলে সমাবেশে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক আশরেফা খাতুন, রিফাত রশিদ, হাসিব আল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে তাঁরা জুলাই ঘোষণাপত্রের কথা ও গুরুত্ব তুলে ধরেন।

ফরিদপুরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে নেতা-কর্মীরা জনসংযোগ শুরু করেছেন বলে জানান নাগরিক কমিটির

যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ছড়িয়ে পড়েছেন। কেন্দ্র থেকে সব জেলায় লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে। আশা করি, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, ‘জুলাই ঘোষণাপত্র সামনে রেখে আমাদের জনসংযোগ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে সমাবেশ, লিফলেট বিতরণ ও জনসংযোগের কাজ শুরু হবে; যা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির