হোম > জাতীয়

ইউনূসের মামলার ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র দূতাবাস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির ওপর নিবিড় নজর রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ড. ইউনূসকে এক নৈশভোজে আপ্যায়নের পর দূতাবাস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মামলার অগ্রগতির ওপর নজর রাখার কথা জানায়। ঢাকায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

দূতাবাস বলেছে, ইউনূসের মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে, এমন উদ্বেগের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। 

ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূত এ নৈশভোজ আয়োজন করেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল ও গ্রামীণের মধ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সেখানে কথা হয়েছে। 

অ্যামি হাস, লরি নেলসন ও গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এ আলোচনায় অংশ নেন। 

ইউনূস ও নূরজাহান বেগমের কথা উল্লেখ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক এক্স-পোস্টে বলেছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য কাজ করেছেন, এমন দুই ব্যক্তিকে আপ্যায়ন করতে পেরে দূতাবাস সম্মানিত বোধ করছে।

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস