হোম > জাতীয়

ইউনূসের মামলার ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র দূতাবাস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির ওপর নিবিড় নজর রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ড. ইউনূসকে এক নৈশভোজে আপ্যায়নের পর দূতাবাস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মামলার অগ্রগতির ওপর নজর রাখার কথা জানায়। ঢাকায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

দূতাবাস বলেছে, ইউনূসের মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে, এমন উদ্বেগের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। 

ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূত এ নৈশভোজ আয়োজন করেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল ও গ্রামীণের মধ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সেখানে কথা হয়েছে। 

অ্যামি হাস, লরি নেলসন ও গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এ আলোচনায় অংশ নেন। 

ইউনূস ও নূরজাহান বেগমের কথা উল্লেখ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক এক্স-পোস্টে বলেছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য কাজ করেছেন, এমন দুই ব্যক্তিকে আপ্যায়ন করতে পেরে দূতাবাস সম্মানিত বোধ করছে।

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স