হোম > জাতীয়

ইউনূসের মামলার ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র দূতাবাস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির ওপর নিবিড় নজর রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ড. ইউনূসকে এক নৈশভোজে আপ্যায়নের পর দূতাবাস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মামলার অগ্রগতির ওপর নজর রাখার কথা জানায়। ঢাকায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

দূতাবাস বলেছে, ইউনূসের মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে, এমন উদ্বেগের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। 

ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূত এ নৈশভোজ আয়োজন করেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল ও গ্রামীণের মধ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সেখানে কথা হয়েছে। 

অ্যামি হাস, লরি নেলসন ও গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এ আলোচনায় অংশ নেন। 

ইউনূস ও নূরজাহান বেগমের কথা উল্লেখ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক এক্স-পোস্টে বলেছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য কাজ করেছেন, এমন দুই ব্যক্তিকে আপ্যায়ন করতে পেরে দূতাবাস সম্মানিত বোধ করছে।

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার