হোম > জাতীয়

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে তিনি ঢাকা আসবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ডেলিগেশন বা প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের রাষ্ট্রপতির। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে স্বাধীনতা দিবসের ৫০ বছরপূর্তি, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশে সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রতিবেশী নীতির প্রধান স্তম্ভ হচ্ছে বাংলাদেশ। নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা, পানি সম্পদ, বাণিজ্য, যোগাযোগ ও কানেকটিভিটি, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানুষে মানুষে যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ উন্নয়নের বিষয়গুলোতে টেকসই এবং উপ আঞ্চলিক সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ও ভারত।

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে