হোম > জাতীয়

বাংলাদেশের পর্যটকদের ভ্রমণ ফি কমাতে ভুটানের আশ্বাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে ভুটান। দেশটির রাজধানী থিম্পুতে পররাষ্ট্রসচিব পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশ এ প্রস্তাব দেয়।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের মাসুদ বিন মোমেন ও ভুটানের পেমা চোডেন নেতৃত্ব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের পর্যটকদের ভ্রমণ ফি কমানোর জন্য মাসুদ বিন মোমেন প্রস্তাব দিলে পেমা চোডেন তা বিবেচনার আশ্বাস দেন।

ভুটান সরকার টেকসই উন্নয়ন ফি নামে ভারত ছাড়া অন্য দেশের পর্যটকদের কাছ থেকে জনপ্রতি ১০০ ডলার আদায় করে থাকে। বাংলাদেশের পর্যটকদেরও এই ফি দিতে হয়। অন্যদিকে ভারতের পর্যটকদের দিতে হয় জনপ্রতি মাত্র ১৫ ডলার।

দুই পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করার বিষয়ে বৈঠকে একমত হন।

এর বাইরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, সংস্কৃতি, সংযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশ একমত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব