জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় দেওয়া হবে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। একই দিনে, শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন জুলাই শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধারা।