হোম > জাতীয়

‘ছাত্র–জনতার প্রস্তাবিত সরকারই চূড়ান্ত হবে, নিশ্চয়তা দিয়েছেন রাষ্ট্রপতি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আজ মঙ্গলবার দীর্ঘ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। 

বৈঠকে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে এ ব্যাপারে কথা বলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁদের প্রস্তাবিত সর্বজন শ্রদ্ধেয় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। 

নাহিদ ইসলাম আরও বলেন, অভ্যুত্থানকারী ছাত্র–জনতার পক্ষ থেকে সরকারের একটি রূপরেখা দেওয়া হয়েছে। সেটিই চূড়ান্ত হবে বলে তাঁরা নিশ্চয়তা পেয়েছেন। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাঁরা সরকারের উপদেষ্টাদের নাম চূড়ান্ত করবেন বলে জানান নাহিদ।

এদিকে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে হামলা, নাশকতা, লুটপাট প্রতিরোধ ছাত্র–নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সমন্বয়কেরা। 

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল।

১৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী