হোম > জাতীয়

রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক ইতিমধ্যে সুপারিশ করা মামলাসমূহের তালিকা আগামী কয়েক দিনের মধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আজ রোববার সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা হয়। এর মাধ্যমে গত চার মাসে এই কমিটি মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫ লাখ নেতা-কর্মী এসব মামলার আসামি ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে মামলা প্রত্যাহারের জন্য সরাসরি আবেদন করা যাচ্ছে। এ ছাড়া solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফায়েড কপি’ সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের দরখাস্তের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের সার্টিফায়েড ফটোকপিও দাখিল করা যাবে।

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৩৩ জন

তফসিল ঘোষণার দিন এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন শুরু কাল

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা দেশের ভবিষ্যৎ সম্ভাবনার অন্যতম ভিত্তি: আনসার মহাপরিচালক

প্রবাসী ভোটার নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত

রোহিঙ্গাদের জন্য ইউক্রেন থেকে এল ৩০০০ টন সূর্যমুখী তেল

নতুন দেশের জন্য এল প্রথম স্বীকৃতি

অন্তঃসত্ত্বা সোনালীকে অবশেষে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি