হোম > জাতীয়

ঈদযাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সরকারের ১১ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ১১টি নির্দেশনা দিয়েছে সরকার।

নির্দেশনাগুলো হলো—

নিরাপত্তা ব্যবস্থা জোরদার:

১. দেশব্যাপী চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে।

২. বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, টাকা স্থানান্তরে মানি এসকর্ট প্রদান এবং জাল টাকার বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া হবে।

৩. রাজধানীর কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ স্থানসহ বড় শহর ও বন্দরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল বাড়ানো হবে।

৪. মার্কেটগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রাত্রিকালীন নিরাপত্তাব্যবস্থা জোরদার ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

যানজট নিরসনে পদক্ষেপ:

৫. ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

৬. রাজধানীসহ সারা দেশে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭. যমুনা সেতু, পদ্মা সেতু ও ফ্লাইওভারসহ টোলপ্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ের জন্য ইটিসি ব্যবস্থা চালু করা হবে।

৮. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত ১৫৫টি স্পটে আইপি/সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে এবং প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।

৯. যানজট নিরসনে ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন সুনির্দিষ্ট পূর্ব তথ্য ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সড়কের ওপর যানবাহন থামানো যাবে না।

১০. অত্যাবশ্যকীয় পণ্য ও যাত্রীবাহী যানবাহন ব্যতীত নির্মাণসামগ্রী বহনকারী ও লম্বা যানবাহন ঈদের পূর্বের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে চলাচল ও ফেরি পারাপার করতে পারবে না।

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ:

১১. গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিকপক্ষকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই পদক্ষেপগুলোর মাধ্যমে ঈদযাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হবে এবং মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশা করা যাচ্ছে।

আরও খবর পড়ুন:

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার