জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আবারও তাগিদ দিয়েছে।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হকের কাছে এক সাংবাদিক জানতে চান, আন্তর্জাতিক কয়েকজন নির্বাচনী পর্যবেক্ষকের একটি দল বাংলাদেশ সফর করেছেন। তাঁদের সঙ্গে বিরোধী বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। এসব দল সুষ্ঠু নির্বাচনের দাবিতে ভাঙচুর ও রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছে। এ অবস্থায় বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা?
জবাবে ফারহান হক বলেন, বিশ্বের সব জায়গায়ই প্রতিবাদ বিক্ষোভ হয়। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলো স্বীকৃতি দেবে এবং সম্মান করবে, এটাই প্রত্যাশিত। এই অবস্থায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে অব্যাহতভাবে উৎসাহিত দেওয়া হচ্ছে।