হোম > জাতীয়

কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রকে অনুদান দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের ১৩৭টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে অনুদান হিসেবে দেড় কোটি টাকা দিয়েছে সরকার। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে পাঁচটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, সবাই মিলে ভয়ংকর অবস্থা থেকে জাতিকে আমরা রক্ষা করব সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের একার পক্ষে সম্ভব নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একা পারবে না, সবাই মিলে মাদককে নিয়ন্ত্রণ করতে হবে।

আসাদুজ্জামান খাঁন বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দিয়েছেন। মাদকের চাহিদা, সরবরাহ এবং মাদকাসক্তি কমাতে আমরা কাজ করি।

মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে বেসরকারি ৩৬০টি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে কামাল বলেন, এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে কয়েকটিকে আর্থিক অনুদান দেওয়া হল। তাদের উৎসাহ দেওয়ার জন্যই এই অনুদান দেওয়া হয়েছে। মূলত যুবসমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তারা যেন ভয়ংকর পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সে জন্য তারা সেবা দিচ্ছেন।

মন্ত্রী জানান, গত বছর ৯১টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে এক কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছিল। এই টাকা চিকিৎসক, নার্স ও কাউন্সিলরদের বেতন-ভাতা বাবদ পরিশোধ করে প্রতিষ্ঠানগুলো।

অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন বলেন, মাদক সমস্যা পুরো দুনিয়াজুড়ে। বাংলাদেশে এই সমস্যা প্রকট। আমরা মাদক উৎপাদন করি না কিন্তু যারা মাদক উৎপাদন ও ব্যবসা করে আমরা তাদের স্বীকার। যারা মাদক ব্যবসা করে তারা আমাদের ট্রানজিট হিসেবে ব্যবহার করে। মাদকের ব্যবসা করতে বিভিন্ন কৌশল করে থাকে। যারা মাদকাসক্ত হয়ে পরেছেন তাদের চিকিৎসা দিয়ে ফিরেয়ে আনতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার সভায় বক্তব্য দেন।

শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপকের নানান দুর্নীতি

আইনি ব্যাখ্যা খতিয়ে দেখছে সরকার

গায়ানার জর্জটাউনে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রার হুমকি

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ৫০৪ জন

হ্যাঁ-না প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসনসচিব

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে আসছেন ৫৭ জন পর্যবেক্ষক

রাষ্ট্রীয় গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ পাবেন

কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক হচ্ছে