হোম > জাতীয়

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়েও দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

তৌহিদ হোসেন আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

মালয়েশিয়া সরকার উগ্রপন্থা অবলম্বন ও জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এক অভিযানে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই এআরএফ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে যোগ দিতে উপদেষ্টার আগামী বুধবার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে সেখানকার সরকারের সঙ্গে কথা হবে কি না—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যদি সুযোগ থাকে, কথা বলব।’

উপদেষ্টা বলেন, ‘যদি কারও জঙ্গিসংশ্লিষ্টতা থাকে, আমরা (বাংলাদেশ) মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’

তবে যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের ভিন্ন কারণে ফেরত পাঠানো হয়েছে—এমন দাবি করে উপদেষ্টা বলেন, তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বিস্তারিত জানতে চেয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি