হোম > জাতীয়

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়েও দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

তৌহিদ হোসেন আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

মালয়েশিয়া সরকার উগ্রপন্থা অবলম্বন ও জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এক অভিযানে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই এআরএফ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে যোগ দিতে উপদেষ্টার আগামী বুধবার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে সেখানকার সরকারের সঙ্গে কথা হবে কি না—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যদি সুযোগ থাকে, কথা বলব।’

উপদেষ্টা বলেন, ‘যদি কারও জঙ্গিসংশ্লিষ্টতা থাকে, আমরা (বাংলাদেশ) মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’

তবে যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের ভিন্ন কারণে ফেরত পাঠানো হয়েছে—এমন দাবি করে উপদেষ্টা বলেন, তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বিস্তারিত জানতে চেয়েছে।

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি