হোম > জাতীয়

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়েও দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

তৌহিদ হোসেন আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

মালয়েশিয়া সরকার উগ্রপন্থা অবলম্বন ও জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এক অভিযানে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই এআরএফ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে যোগ দিতে উপদেষ্টার আগামী বুধবার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে সেখানকার সরকারের সঙ্গে কথা হবে কি না—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যদি সুযোগ থাকে, কথা বলব।’

উপদেষ্টা বলেন, ‘যদি কারও জঙ্গিসংশ্লিষ্টতা থাকে, আমরা (বাংলাদেশ) মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’

তবে যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের ভিন্ন কারণে ফেরত পাঠানো হয়েছে—এমন দাবি করে উপদেষ্টা বলেন, তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বিস্তারিত জানতে চেয়েছে।

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান