হোম > জাতীয়

এবি পার্টিকে নিবন্ধন দিয়ে ইসির প্রজ্ঞাপন, প্রতীক ‘ঈগল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দলটির জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫০।

এদিকে এবি পার্টিকে নিবন্ধন দিতে গত সোমবার নির্দেশ দেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে তাদের নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছর নির্বাচন কমিশন চিঠি দেয়। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী একই বছরের ২৩ আগস্ট রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমেদ ভূঁইয়া। বর্তমানে ইসির নিবন্ধনে ৪৪টি দল ছিল। এবি পার্টির প্রজ্ঞাপন জারি করায় দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৫।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির