রেলসেবায় সাহসিকতা ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে চার রেলকর্মীকে সম্মাননা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর রেল ভবনে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁদের হাতে নগদ অর্থসহ সম্মাননা স্মারক তুলে দেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সম্মাননাপ্রাপ্তরা হলেন সাবেক লোকোমাস্টার মো. সাহাব উদ্দিন, কুমিরা রেলক্রসিংয়ের গেটম্যান নাজমুল হোসেন, সিকিউরিটি গার্ড মো. দেলোয়ার ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম।
তাঁদের কেউ অগ্নিকাণ্ডের সময় ট্রেনের বগি বিচ্ছিন্ন করে বড় দুর্ঘটনা এড়িয়েছেন, কেউ গেট খুলতে অস্বীকৃতি জানিয়ে প্রাণ রক্ষা করেছেন, আবার কেউ টিকিটবিহীন যাত্রীদের বাধা দিয়ে হামলার শিকার হয়েছেন। রেলসেবায় তাঁদের অবদানের প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, এ সাহসিকতা রেলওয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিগত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় যথাসাধ্য নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত ট্রেনযাত্রা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা/কর্মচারীর উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।