হোম > জাতীয়

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে সরিয়ে নেওয়ার উদ্যোগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিদের পার্শ্ববর্তী পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি বুধবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। এ সময় তাঁদের পোল্যান্ড সীমান্তে চলে আসতে পরামর্শ দেওয়া হয়।

পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজ ব্যবস্থায় আসতে হবে। এরপর সেখান থেকে দূতাবাস তাঁদের সহযোগিতা করবে। দেশটিতে প্রায় ৫০০ বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করছে দূতাবাস।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এর আগে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদে জায়গায় থাকতে নির্দেশনা দিয়েছিল। কয়েক দিন ধরে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত বৈঠক ও মতামত নিচ্ছেন। এ গ্রুপে সর্বশেষ ২৫০ বাংলাদেশি যুক্ত হয়েছেন। পূর্ণ সংখ্যাটি আমরা মনে করছি ৫০০ জন হবে।’

২৫০ বাংলাদেশির পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পোল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু এসব বাংলাদেশির পোল্যান্ডের ভিসা নেই, ফলে তাদের অন অ্যারাইভাল ভিসা দিতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পোল্যান্ড সরকার জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবেন। তবে এ প্রক্রিয়া এখনো বাস্তবায়ন শুরু হয়নি। বাংলাদেশ দূতাবাস ২৫০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করবে। দূতাবাসের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে ইতালি ও জার্মানিতে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে বাড়তি লোকবল পোল্যান্ডে পাঠানো হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পোল্যান্ড সরকার ইউক্রেনে থাকা যেকোনো বিদেশিকে ১৫ দিন পর্যন্ত থাকতে দেবে। বাংলাদেশের চেষ্টা থাকবে এর থেকে কম সময়ের মধ্যে সেখান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার। আর পোল্যান্ডে একাধিক থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের খরচে থাকবে। এগুলোর প্রস্তুতি চলছে।’

রাশিয়া - ইউক্রেন সম্পর্কিত খবর আরও পড়ুন:

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু