হোম > জাতীয়

ভিসায় তৃতীয় পক্ষ: সৌদি আরবে কর্মী পাঠানো বন্ধের ঘোষণা বায়রার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে সৌদি আরব তৃতীয় পক্ষের মাধ্যমে ভিসা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানান বায়রা সভাপতি মো. আবুল বাসার। বায়রার কোনো সদস্য এ সিদ্ধান্ত লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সৌদিগামী বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়ার জন্য তৃতীয় একটি পক্ষের মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। ‘এর প্রতিবাদে রোববার থেকে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ রাখা হবে। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবে না।’

সরাসরি রিক্রুটিং এজেন্টের কাছ থেকে পাসপোর্ট জমা নেওয়া বন্ধ করে শনিবার থেকেই ‘শাপলা সেন্টার’ নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়ার বিষয়ে এর আগে সৌদি দূতাবাস থেকে নোটিস জারি করা হয়।

বায়রা সভাপতি বলেন, ‘সৌদি আরব শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত ও ইন্দোনেশিয়া থেকেও জনশক্তি নেয়। ভারতেও একই নিয়ম করতে চেয়েছিল। কিন্তু তাদের সব রিক্রুটিং মালিক একসঙ্গে হয়ে তাদের কাছ থেকেই পাসপোর্ট নিতে বাধ্য করেছিল। যদি ভারত পারে বাংলাদেশ কেন নয়। যতদিন পর্যন্ত তারা সিদ্ধান্ত বাতিল না করে, ততদিন আমরা পাসপোর্ট দেব না। আমাদের কাছে থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও পাসপোর্ট জমা দেব না। যদি বায়রার কোনো সদস্য এ প্রক্রিয়ায় যুক্ত আছে বলে আমরা প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় শাপলা গ্লোবাল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি তোলা হয়। অনেকেই শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধান চান। কেউ কেউ বায়রার নিজস্ব আইনজীবী রাখার প্রস্তাব দেন।

বায়রার সদস্য প্রতিষ্ঠান এস এ ট্রেডিংয়ের আব্দুল আলীম বলেন, ‘সৌদি দূতাবাসের সিদ্ধান্ত বদলের জন্য চট করে আন্দোলনে যাওয়া আত্মঘাতী হতে পারে। ইতোমধ্যে আমরা মালয়েশিয়ার বাজার হারিয়েছি। এখন এসব আন্দোলন-সংগ্রাম করে সৌদি আরবকে হারালে হবে না। প্রয়োজনে সৌদি আরব দূতাবাসে চিঠি লিখতে হবে। তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’

বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সহ-সভাপতি নোমান চৌধুরীসহ বায়রার কার্যনির্বাহী কমিটির সদস্য ও রিক্রুটিং এজেন্সির মালিকেরা সভায় উপস্থিত ছিলেন ।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে