হোম > জাতীয়

ভিন দেশে হস্তক্ষেপ: রাশিয়ার বিবৃতির পাল্টায় ইউক্রেনকে টেনে খোঁচা দিল যুক্তরাষ্ট্র

গণতন্ত্র সুরক্ষা বা অন্য কোনো অজুহাতে বাংলাদেশসহ তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে রাশিয়া বদ্ধপরিকর বলে গতকাল মঙ্গলবার ঢাকায় দেশটির দূতাবাস যে বিবৃতিতে, তাঁর পাল্টায় ইউক্রেনের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে রাশিয়ার ওই বিবৃতি নিয়ে প্রকাশিত দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ইউক্রেনের ক্ষেত্রে কি এই নীতি মানা হয়েছে?

গতকাল রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছিল, রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা-সম্পর্কিত ১৯৬৫ সালের জাতিসংঘের ঘোষণা অনুসারে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যা-ই হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক বছরগুলোতে (বিশেষত, স্নায়ুযুদ্ধ শেষের পর থেকে) হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, অনেকে বিশ্বাস করে যে তারা তাদের নিজেদের স্বার্থে ওই নীতি লঙ্ঘন করতে পারে।

দূতাবাস আরও বলে, যেসব দেশ নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে, তারা ‘গণতান্ত্রিক মূল্যবোধের’ অজুহাতে নিজেদের মত ও সিদ্ধান্ত বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিতে চায়। এর পরিণতিতে স্থিতিশীলতার পরিবর্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নৈরাজ্যের পরিস্থিতি দেখা দিয়েছে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে মত দিতে শুরু করেছে বাংলাদেশে বিদেশি মিশনগুলো। সরকার মিশনগুলোর এমন আচরণ নিয়ে কড়াভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছে। এমন সময়ে ঢাকায় রুশ দূতাবাস থেকে বাংলাদেশের নাম উল্লেখ করে তৃতীয় কোনো দেশে পশ্চিমা হস্তক্ষেপের অভিযোগ তুলে বিবৃতি দেওয়া হলো।

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ